Advertisement

Sandeshkhali News: 'ADG-র নাটকবাজি, পুরনো কেসে শিবু হাজরাকে গ্রেপ্তার, শাহজাহানকে কেন নয়'

ED মার খাওয়ার পরে পুলিশে কেস করেছে। সুপ্রতিম সরকার সিঙ্গুরে কী করেছেন সেটা মমতা ব্যানার্জি ভুলে যেতে পারেন আমারা ভুলিনি। এই সুপ্রতিম সরকার বলছেন যে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে। শাহজাহন শেখকে ধরা যেতে পারে না। সেম কেসে ও তো আসামী ছিল। এইসব নাটকবাজি। পশ্চিমবঙ্গের মানুষ কিছু বোঝে না। শেখ শাহজাহানের গ্রেপ্তরির প্রসঙ্গে ADG কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

Sheikh Shahjahan arrested

Advertisement