Advertisement

Kolkata Municipal Corporation : কলকাতা পুরসভায় পর পর দুদিন মিলল সাপ, আতঙ্কে কর্মীরা

পর পর দুদিন ধরে কলকাতা পুরসভায় পাওয়া গেল সাপ। বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে দেখা যায় একটি সাপ। বৃহস্পতিবার এবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা মিলল আরেকটি সাপের। বন দফতরের কর্মীরা সাপটিকে দারস সাপ বলে জানান। এদিন সাতসকালে কলকাতা পুরসভার কাউন্সিলরের বারান্দায় দেখা গেল দারস সাপটিকে। যদিও সাপটিকে আর পাওয়া যায়নি। প্রায় দেড়ঘণ্টা ধরে সাপটিকে খোঁজা হয়। এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি পুরসভার কর্মীদের মধ্যে।

Advertisement
POST A COMMENT