scorecardresearch
 
Advertisement

Special tram in Kolkata on Netaji's birthday: “প্রধানমন্ত্রীর উচিত ছিল নেতাজির বাসভবনে জন্মদিন পালন করা”, মদন মিত্র

Special tram in Kolkata on Netaji's birthday: “প্রধানমন্ত্রীর উচিত ছিল নেতাজির বাসভবনে জন্মদিন পালন করা”, মদন মিত্র

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ট্রাম কলকাতায়। ২৩ শে জানুয়ারি থেকে একটি এক কোচের বিশেষ ট্রাম ৮ দিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে। গড়িয়াহাট থেকে শুরু করে ধর্মতলা, শ্যামবাজার, পার্কসার্কাস, শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এই সুসজ্জিত ট্রামটি। আজ বিধায়ক তথা WBTC-র চেয়ারম্যান মদন মিত্র গড়িয়াহাট ট্রাম ডিপোতে এর উদ্বোধন করেন। ১২৫ নম্বরের এই ট্রামটির নাম ‘বলাকা’। ট্রামটিকে নেতাজি, রবীন্দ্রনাথ, গান্ধিজির মতো বিভিন্ন মহাপুরুষদের ছবি দিয়ে সাজানো হয়েছে। ট্রামটিতে উঠতে গেলে শহরবাসীকে আপাতত কোনও মূল্য দিতে হবে না বলেই জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি এদিন দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন বিষয় নিয়ে মদন মিত্র বলেন, “কেন্দ্র নেতাজিকে অপমান করছে, সঠিক সম্মান জানাতে হলে প্রধানমন্ত্রীর উচিত ছিল নেতাজির এলগিন রোডের বাসভবনবে এসে তাঁর জন্মদিন পালন করা।”

Special Tram in Kolkata on Netaji's 125th Birthday

Advertisement