Advertisement

Sreebhumi Durga Puja Theme: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো, এবারের মণ্ডপের থিম কী? জানুন

কলকাতার বড় দুর্গাপুজোর মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো অন্যতম। এবার ৫২ বছরে পা দিতে চলেছে এই দুর্গাপুজো। রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বিধান নগরের বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানালেন, এবারে দুর্গা পুজোতে অন্যরকম কিছু হতে চলেছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই বছর দক্ষিণ ভারতের খ্যাতনামা এক মন্দিরের আদলে মন্ডপ তৈরি করবে যেখানে মায়ের প্রতিমা থাকবে। তিনি আরও জানান, শুধু বাংলা নয় গোটা দেশের লোক অপেক্ষা করে শ্রীভূমির থিমের জন্য। এবছরের থিম মানুষের আরো ভালো লাগবে। দারুন আলোকসজ্জায় সেজে উঠবে মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা প্রতিমা সোনার গয়নায় সাজানো হবে।

Advertisement
POST A COMMENT