Advertisement

প্রাইভেট হসপিটালের থেকেও অত্যাধুনিক! SSKM এর Ananya বিল্ডিং উদ্বোধন Mamata Banerjee র

মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আধুনিক ‘উডবার্ন-টু অনন্য’ ভবনের উদ্বোধন করেন। দশতলা এই অত্যাধুনিক বিল্ডিংয়ে ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ড, লাক্সারি কেবিন, স্যুট থেকে আইসিসিইউ, সবই তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাবে। সরকারি হাসপাতালেই এবার থেকে বড় প্রাইভেট হাসপাতালের মতোই চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে জানান মমতা।

Advertisement
POST A COMMENT