টানা 36 দিন একমো সাপোর্টে রেখে আট ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে শেষমেশ এল জয়। সফল ফুসফুস প্রতিস্থাপন করে মাইলস্টোন তৈরি করল কলকাতার একটি হাসপাতাল। আমাদের রাজ্য যে চিকিৎসা বিজ্ঞানে একেবারেই পিছিয়ে নেই তা প্রমাণ হল। কী হয়েছিল? জল ভেবে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলেছিলেন বছর 16-র স্বপ্নিল বিশ্বাস। যার জেরে কিশোরের দুটো ফুসফুসই বিকল হয়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এরপরই তাকে তড়িঘড়ি বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হতে দেখে কিশোরের পরিবারের লোকজন কলকাতায় নিয়ে আসেন। এরপর তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসকের অবস্থা খারাপ দেখে তা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা।
Successful lung transplant in eight hour operation in Kolkata