Advertisement

SSC Scam: SSC নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিকাশভবনের সামনে বিক্ষোভ SUCI-এর

SSC নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার SUCI-এর রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় দলের সদস্যরা। তারা ডেপুটেশন দিতে গেলে, পুলিশ তাদের আটকায় বলে অভিযোগ। ৪৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অন্যতম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নভেন্দু পাল ও কমল সাঁই। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করা হয়। নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী প্রমুখ।

SUCI's protest in front of Bikash Bhavan.

Advertisement
POST A COMMENT