কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী) সাধারণ সম্পাদক কেশব রাও ওরফে বাসবরাজু খতম। মাথার দাম ছিল ১ কোটি টাকা। এই ঘটনায় সিপিএম ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে। যাতে এই হত্যার নিন্দা করেছে সিপিএম। তারপরই নেটমাধ্যমে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে তারা। কী ভাবছেন সিপিএম নেতারা?