Advertisement

Sukanta Majumdar on Tollywood: বিরোধীদের কাজ নেই টলিউডে, কন্ঠরোধ করার চেষ্টা, মন্তব্য সুকান্তের

বিরোধী দল করলে কাজ পাওয়া যাচ্ছে না টলিউডে। রুদ্রনীল ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, টালিগঞ্জের দুই মাস্কেটিয়ার্স যারা পুরো টলিউডটাকে নিয়ন্ত্রণ করে, তাদের নির্দেশে এসব হচ্ছে । বিরোধীদের কণ্ঠস্বর সবজায়গায় ,এমনকি অভিনয় জগতে ও রোধ করার চেষ্টা হচ্ছে। রাজ্যের মানুষ সব দেখছেন তারাই একদিন এর যোগ্য জবাব দেবেন। অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন না। কিন্তু বাঁচতে গেলে তো কাজ করতে হবে। তিনি বলেন মুখ্যমন্ত্রী শুধু শাসক দলের নয় বিরোধীদেরও মুখ্যমন্ত্রী তিনি, এব্যাপারে মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কথা বলেন ।

Sukanta Majumdar and Rudranil Ghosh raects on Tollywood industry nepotism

Advertisement