Advertisement

Sukanta Majumdar Attacks Mamata Banerjee : ssc-র নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশের পরেই মমতাকে খোঁচা সুকান্তর

মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর, সিলমোহর দিয়েছে সুপ্রিমকোর্ট। বিস্ফোরক সুকান্ত মুজমদার। সরাসরি মুখ্যমন্ত্রীকে চোর বলছেন সম্বোধন করছেন তিনি। বলছেন তিনি নাকি প্রাতিষ্ঠানিক চোর। বুধবার বোলপুরে যান রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সেখানে বীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন তিনি৷ পরে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে র‍্যালি করেন তিনি ৷ প্রথমেই বোলপুরের জাম্বুনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা ও সাংগঠনিক জেলা সভাপতি অষ্টম মণ্ডল ৷ বোলপুর শহর জুড়ে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি৷ বোলপুরের কাছারিপট্টী থেকে লজের মোর, প্রায় কিলোমিটার রোড শো করে বিজেপি ৷

Sukanta Majumdar Attacks Mamata Banerjee

Advertisement