Advertisement

শাঁখা আর নয়, RG Kar Doctor এর মায়ের কঠিন পণ! জানালেন Sukanta Majumdar

'দিদি-ভাইয়ের চল্লিশ বছরের সম্পর্ক। সম্পর্ক নষ্ট করতে পারবে না। ভুলভ্রান্তি তো হতেই পারে। আর দিদি তো ক্ষমা করতেই পারে'। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নরম সুর! তিনি বললেন,'দিদিকে প্রণাম জানিয়েছিলাম। তিন-তিনবার আশীর্বাদ করেছেন দিদি'। মহুয়া মৈত্র প্রসঙ্গ তিনি বলেন,'ওই মহিলা আমার সাবজেক্ট ম্যাটার নয়। উনি নিচু স্ট্যান্ডার্ড। মাথাগরম করে দিদিকে বলেছি। না বললেই ভালো হত'।

Advertisement
POST A COMMENT