Advertisement

Sukanta Majumder: 'সই করতে হবে না, চলে যান', লালবাজারে রাত কাটিয়ে দাবি সুকান্তের

সারারাত লালবাজারে কাটানোর পর সকালে ছাড়া পেলেন সুকান্ত মজমুদার-সহ অন্য বিজেপি নেতারা। মুক্তি পেয়েই বিজেপির রাজ্য সভাপতি বলেন,'গোটা রাত আমরা বসেছিলাম। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। পুলিশ বলেছিল, সই করে জামিন নিন। পরে বলে সই করতে হবে না, চলে যান। আসলে পুলিশের কাছে কোনও আইনি ভিত্তি ছিল না। আমরা বলি, কোর্টে পেশ করা হোক'।

Advertisement
POST A COMMENT