মঙ্গলবারই জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে দলের সহসভাপতি করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিজেপি শক্তিশালী দল তাই আমাদের দল থেকে নিয়ে গিয়ে সহ সভাপতি করেছে।
sukanta majumdar slams tmc on joining Jayprakash Majumdar