অযোগ্যদের নাম প্রকাশ হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকার যেন যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যায়। এই মর্মেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দেবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা।
suvendhu adhikari vows for non tainted ssc job losers pledges state government push