Advertisement

BJP Hindu Shaheed Diwas: হরগোবিন্দ-চন্দনের স্মরণে শহিদ দিবস বিজেপি-র, দেখুন

মুর্শিদাবাদ হিংসা এবং সামসেরগঞ্জে দুই হিন্দুর মৃত্যুর প্রতিবাদে আজ বিধানসভায় 'হিন্দু শহিদ দিবস' পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা। এদিন সাদা কালো পোশাক পরে এবং হাতের কালো পতাকা নিয়ে বিধানসভার বাইরে জমায়েত হন বিজেপি বিধায়করা। এবং সেখানেই অস্থায়ী শহিদ বেদী নির্মাণ করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, 'মুর্শিদাবাদের ঘটনার প্রধান অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের মানুষকে বলবো চোখের জল ফেলুন। চোখের জলের শপথ নিন, এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলব।'

Advertisement
POST A COMMENT