Advertisement

Suvendu Adhikari: 'মমতা ব্যানার্জি আর ভাইপো 2G'! শুভেন্দুর খোঁচা I.N.D.I.A-কে

মহম্মদ আলি জিন্নাহ, জওহরলাল নেহরু দুজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিল বলে দেশ দু ভাগ হয়ে গিয়েছিল। এখানে 26 জন প্রধানমন্ত্রী হতে চায়। আমরা কি বুদ্ধু নাকি দেশকে 26 টুকরো করে দেবো? বিজেপি বিরোধী INDIA জোটকে এই ভাষাতেই আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার, 4 সেপ্টেম্বর, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার জিন্না এবং জহরলাল নেহেরুর উদাহরণ তুলে ধরে ভারত ভাগের কথা বরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন । আগে দুইজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্নাহ । তাতে দেশ দুই ভাগ হয়েছিল । এখন বিরোধীদের ইন্ডিয়া জোটে 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার।দেশকে 26 টুকরো হতে দেব না । আমরা কী বুদ্ধু নাকি ! দেশকে 26 টুকরো করে দেবো। একইসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, "এদের কে প্রধানমন্ত্রী হবে ? ফোরজি না থ্রিজি না টুজি ! ফোরজি হলে রাহুল গান্ধী হবেন । জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী । থ্রিজি হলে ফারুক আব্দুল্লাহ হবেন । শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ । থ্রিজি হলে স্ট্যালিন হবেন । করুণানিধি, স্তালিন, উদয়নিধি। আর টুজি যদি হয় তবে, মমতা ব্যানার্জি হবে ভাইপো হবে ৷"

Suvendu Adhikari mocks Mamata Banerjee and Abhishek Banerjee on INDIA alliance

Advertisement