কসবাকাণ্ডের প্রতিবাদে গোলপার্কে মশাল হাতে মিছিল করলেন বিজেপি নেতাকর্মীরা। 'কন্যা সুরক্ষা যাত্রা'য় নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'হাসপাতালে মহিলা ডাক্তার সুরক্ষিত নন। কলেজে ছাত্রীর সুরক্ষা নেই। এখানে আদ্যক্ষর পড়বেন। এরা ভাইপো গ্যাং। চাকরি বিক্রি করে না, কলেজে কলেজে দু'ছেলের বাবারাও ছাত্র নেতা'। সেই সঙ্গে কসবা অভিযানের কথাও ঘোষণা করেন শুভেন্দু।