Advertisement

Suvendu Adhikari: 'লোডশেডিং-র সরকার আর নেই দরকার', বিদ্যুৎ ভবনে গিয়ে এ কী হুজ্জুতি শুভেন্দুর!

সোমবার দুপুরে সল্টলেকের বিদ্যুৎ ভবনে, দপ্তরের সচিবের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে BJP-র বেশ কয়েকজন বিধায়ক। কিন্তু সচিব না থাকায় দফতরের আরেক অফিসারের সঙ্গে দেখা করে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। শুভেন্দুর দাবি, লোডশেডিং এর জন্য রাজ্য সরকার গ্রাহকের ঘাড়ে দোষ চাপাতে চাইলেও আসলে রাজ্য সরকারই এই লোডশেডিং-এর জন্য দায়ী। তাঁর অভিযোগ , রাজ্য সরকার কয়লা কিনতে পারছে না, তাই ব্যান্ডেল এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তিনি তথ্য দেখিয়ে দাবি করেন রাজ্য সরকার লোডশেডিং করে বিদ্যুৎ ঘাটতি পূরণ করছে।

Suvendu Adhikari On Kolkata Power Cut

Advertisement