সন্ধ্যা হলেই জেলায় জেলায় কয়েক দিন ধরেইে লোডশেডিং চলছে। একেতেই ভ্যাবসা গরম, তার মধ্যে কারেন্ট চলে যাওয়ায় ঘামে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। 2 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্ণায় বসার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এক নাগাড়ে চলছে লোডশেডিং। প্রচণ্ড গরমে পাখা না চলায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। এই পরিস্থিতিতে বাংলায় বিদ্যুৎ বিভ্রাট ঘিরে হইচই পরে গিয়েছে।
Suvendu Adhikari On West Bengal Load Shedding