তিন মাস আগে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। অথচ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি রাজ্য সরকার। অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জয়েন্ট ও মেডিক্যালেও ভর্তি নেওয়া হচ্ছে না ইচ্ছেকৃতভাবেই। এই দাবি করলেন তিনি। তাঁর অভিযোগ, সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া চালু না করতে পারলেও বেসরকারি কলেজ খুলিয়ে রেখে সেখানে ছেলে-মেয়েদের ভর্তি করাতে চাইছে রাজ্য। এটাও চিটফান্ডের মতোই একরকম দুর্নীতি।