Advertisement

Suvendu Adhikari: 'পায়খানাও নাকি খেয়ে ফেলেছে চোর TMC', শুভেন্দুর এই অভিযোগ কেন?

চোর তৃণমূলেরা গোয়ালঘর দেখিয়ে টাকা তুলে নিয়েছে। গোটা দেশে 1 লক্ষ 25 হাজার টাকার বাড়ি মোদিজির সরকার দিয়েছে। নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। গোটা দেশে 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদিজির সরকার করে দিয়েছে। শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে 72 হাজার ইউনিটের টাকা দিয়েছেন। কারা কারা ইজ্জত ঘর, সৌচালয় পেয়েছেন? হাত তুললে দেখা যাবে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি। রাজ্যের শাসকদলকে বেনজির ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari slams TMC by calling them Thief

Advertisement