মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না।, সাসপেন্ড করা হচ্ছে। এই অভিযোগ তুলে শুভেন্দু বলেন আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এসব করছেন। তিনি বলেন তৃণমূল নেত্র্রী এখন বেশি চিন্তিত NIA, CBI ED নিয়ে। উনি ভয় পেয়ে গেছেন। আমরা এটা এনজয় করছি। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছেন মমতা। কিন্তু এক্সিট পোল বলছে উত্তরপ্রদেশে আবার যোগী আদিত্যনাথ আসবেন। আর তাতেই তিনি ভয় পেয়েছেন। ইয়ে ডর হাম লোগকো আচ্ছা লাগা, এদিকে বিধানসভা থেকে সাসপেন্ড হওয়া দুই বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের জন্য দাবি করা হয় অধ্যক্ষের কাছে। কিন্তু তিনি তা করেননি। এর প্রতিবাদে লবিতে দুই বিধায়ক ধর্ণায় বসবেন বলে জানান শুভেন্দু অধিকারী।
Suvendu adhikari taunted the CM Mamata banerjee about the state budget session