নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এবার দায়িত্বে বিচারপতি সুজয় পাল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্ট কোলেজিয়াম। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কোলেজিয়ামের নথিতেও উল্লেখ করা হয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। চিরাচরিত ঐতিহ্যবাহী লাল পোশাকে শপথবাক্য পাঠ করতে দেখা গেল তাঁকে।