Advertisement

Breaking News: বাড়িতে ED, TMC-র তাপস রায়ের কত কোটি টাকা জানুন!

শুক্রবার সাতসকালে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বরাহনগরের বিধায়ক তা​পস রায়ের বাড়িতেও হানা দেয় ইডি। বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউ বাজারের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। আর তাতেই শোরগোল পরে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। বর্তমানে রাজ্যের স্বাধীন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন তাপস রায়। কিন্তু তাঁর সম্পত্তি, জায়গাজমির পরিমান কত জানেন? আজ তাপসবাবুর মোট সম্পত্তি কত সেই বিষয়েই আলোচনা করবো। তবে তা জানতে প্রথম শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে।

Tapas Roy Assets in Details

Advertisement