Advertisement

পুজোয় কোন কোন প্যান্ডেল ফাঁকা, এক ক্লিকেই জানিয়ে দেবে এই অ্যাপ | Durga Puja Crowd | Kolkata Police

ঠাকুর দেখতে লম্বা লাইন পড়ে কলকাতার পুজো মণ্ডপগুলিতে। মানুষ অধৈর্য হয়ে পড়েন। কোন প্যান্ডেলে কত ভিড়, না জানতে পেরে হয়রানিও কম হয় না। এবার সেই সমস্যা দূরদ করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। লালবাজার পুজোর আগে একটি অ্যাপ তৈরি করতে চলেছে বলে জানা গেছে। ওই অ্যাপে দর্শনার্থীরা প্যান্ডেলে ঢোকার বিষয়ে তথ্য পাবেন। লালবাজার 15 টি বড় পুজো মণ্ডপকে বেছে নিয়েছে। যেখানে দু'দুজন কর্মী রিয়েল টাইম ডেটা সরবরাহ করবে। যা মানুষের প্যান্ডেলে ঢোকা-বেরনোর তথ্য দেবে।

This app will let you know which pandal is empty in Puja

Advertisement