মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগীমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেই স্যালাইনকাণ্ডে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, চিকিৎসকদের গাফিলতি ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ডের কথাও ঘোষণা করা হয় নবান্ন থেকে। যে স্যালাইন কাঠগড়ায়, তা এখনও অন্য একাধিক রাজ্যে চলছে বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই স্যালাইন অন্য রাজ্যে চলছে। আমরা ব্যবহার বন্ধ করে দিয়েছি। রি টেস্ট করব।