কলকাতায় ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার ব্রিগেড ময়দানে এই ধর্মীয় অনুষ্ঠান হয়। ভোর থেকে ভিড় বাড়তে শুরু করে সেখানে। লক্ষ লক্ষ ভক্ত জমায়েত করেন। মোট তিনটে মঞ্চ করা হয়। চলে সমবেত কণ্ঠে গীতাপাঠ। দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্ত ও রাজনৈতিক নেতারাও হাজির হন গীতাপাঠে অংশ নেওয়ার জন্য। রাজ্যপাল সিভি আনন্দ বোসও অংশগ্রহণ করেন।