Advertisement

VIDEO: উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ তৃণমূল নেতা, কড়া নিরাপত্তা এসএসকেএম চত্বরে

নারদ কান্ডে নতুন করে গতকাল তৃণমূলের ৪ হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। গ্রেপ্তারের পর এই চার নেতাকে সিবিআই নিয়ে আসে কলকাতা সিবিআই ভবন নিজাম প্যালেসে। তারপরেই তাদের প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। এবং সোমবার রাতে প্রেসিডেন্সি জেলে থাকাকালীন এই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের নেতা শোভন চট্টোপাধ্যায়,মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়।এরপরেই তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আর সে কারণেই এসএসকেএম হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। এবং বিশেষ করে উডবার্ন ওয়ার্ড এর সামনের পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। অপরদিকে আর এক নেতা ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে।আজ কলকাতা হাইকোর্টে নারদ কান্ডে গ্রেপ্তার হওয়া এই ৪ তৃণমূল নেতার শুনানি চলছে।

Advertisement