Advertisement

Sushanta Ghosh: TMC কাউন্সিলরের দিকে দু'বার দু'টি বন্দুকের ট্রিগার চাপ শুটারের, দেখুন সেই মুহূর্তের Video

কসবায় বাড়ির বাইরে বসে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কাছেই এসে থামল একটি বাইক। হেলমেট পরা এক যুবক, কাউন্সিলরের দিকে বন্দুক তাক করল। ট্রিগার চাপলেও গুলি বেরোল না। এক বার নয়, দু'বার দু'টি বন্দুক থেকে গুলি চালানোর চেষ্টা বিফলে। পালানোর চেষ্টা করে শুটার। সুশান্ত এবং তাঁর অনুগামীরাই তাড়া করে তাকে ধরে ফেলে। ভাড়াটে শুটার স্বীকার করেছে, সুশান্তকে মারার 'সুপারি' দেওয়া হয়েছিল তাকে।

Advertisement
POST A COMMENT