ভবানীপুর এলাকার মানুষজনকে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুকুর ভাবছে। এমন ভাবনা থেকে শুভেন্দুর বিরত থাকা উচিত। তার কারণ ভবানীপুরে সমস্ত ধর্ম-বর্ণের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেজন্যই তারা ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেই নিজেদের স্বাভিমান নিয়ে ভোট দিতে গেছেন। এটা শুভেন্দুর বোঝা উচিত। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্তব্য করেছেন, ভবানীপুর এলাকায় কুড়ি শতাংশ মুসলিম ভোট আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কুড়ি শতাংশ মুসলমান ভোটারদের দিকে রুটি ছুঁড়ে দিয়েছে বলেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে গেছে। শুভেন্দু অধিকারীর এ ধরনের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি এদিন ডিভিসির জল ছাড়া নিয়েও তীব্র কটাক্ষ করেন এবং ম্যানমেড বন্যার বিষয়টি তুলে এনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম।
Firhad Hakim slams Suvendu Adhikari over Bhabanipur Byelection and Man made Flood issue