Advertisement

Kunal Ghosh On Mahua Moitra: মহুয়াকে নিয়ে তৎপর এথিক্স কমিটি, শুভেন্দুকে নিয়ে কেন নয় ? প্রশ্ন কুণালের

'ঘুষ নিয়ে প্রশ্ন' বিতর্কে তিনি কোনও মন্তব্য করবেন না। জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'মহুয়া মৈত্রের বিষয়টি নিয়ে আমি বিস্তারিত বলব না। আমাদের নেতা ডেরেক ও'ব্রায়েন তা পরিষ্কার করে দিয়েছেন। এথিক্স কমিটির তারিখের বিষয়ে, মহুয়া মৈত্র বলেছিলেন, যে উপস্থিত থাকবেন... তিনি বলেছিলেন, ৫ নভেম্বরের পর উপস্থিত হবেন... কেন ২ নভেম্বর তারিখেই তাঁকে যেতে হবে ? এথিক্স কমিটি এত তাড়াহুড়ো করছে কেন? অথচ শুভেন্দু অধিকারীর মামলা ৪-৫ বছর ধরে এথিক্স কমিটিতে বিচারাধীন।'

Advertisement
POST A COMMENT