scorecardresearch
 
Advertisement

West Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় TMC নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ED

West Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় TMC নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ED

শুক্রবার ম্যারাথন জেরার পর শান্তনুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে ED দপ্তরে আসেন তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তার কাছ থেকে তার সম্পত্তির হিসাব সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় ইডি। এর আগেও তাকে ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তার বাড়িতে তল্লাশির দিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি করেন ইডি আধিকারিকরা। শুক্রবারই দিনভর জিজ্ঞাসাবাদের পর শান্তনুকে গ্রেফতার করে পুলিশ। এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, নতুন যেসব নেতা বেশি দাপিয়ে বেড়াত তারাই জালে। নিত্যনতুন নাম আসছে। বিরাট লম্বা লিস্ট। মজার ব্যাপার, যে লোকগুলি আমাদের বিরুদ্ধে লড়েছে, কেস করেছে, তারাই ধরা পড়ে যাচ্ছে। এরা ভালো সেজে সর্বত্র দাপিয়ে বেড়াত। সবে শুরু হয়েছে। আরও নাম আসবে। ওরাই সব নাম বলে দেবে।

TMC leader Santanu Banerjee arrested in SSC scam case after 7 hrs of interrogation

Advertisement