যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় উত্তেজনা। রবিবার রাতে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। শিক্ষামন্ত্রীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে- এই দাবিতে স্লোগানে মুখরিত হল থানার সামনের রাস্তা। এরপর রাতেই শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে সুকান্ত সেতু থেকে তৃণমূলের বিশাল মিছিল বের হয়। সাংসদ সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এই মিছিল হয়। সেখানেও কয়েক শো কর্মী-সমর্থক অংশ নেন।