Advertisement

Firhad Hakim on Arjun Singh: “হতাশায় ভুগছে”, অর্জুন প্রসঙ্গে খোঁচা ফিরহাদের

বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোণামে এখন বিজেপি নেতা অর্জুন সিং। কখনও কেন্দ্রের বিরুদ্ধে অথবা বঙ্গ বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়। আবার দলের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই একথাও বলেছেন অর্জুন সিং। এব্যাপারে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অর্জুনের ঠিক কী হয়েছে তিনি অনুভব করতে পারেন। বিজেপির সব নেতাই এখন হতাশায় ভুগছে বলেও দাবি করেন ফিরহাদ।

All BJP Leaders are suffering from Depression Says, Firhad Hakim

Advertisement