Advertisement

TMC Shahid Diwas 2022: এবারের শহীদ দিবসে মানুষের সমাগম রেকর্ড ছাড়াবে, দাবি ফিরহাদ হাকিমের

রাত পোহালে ধর্মতলায় একুশে জুলাই এর শহীদ দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে মানুষ এসে গেছে শহরে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে ও বহু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্বাগত মানুষজনের জন্য সকাল থেকেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে আগত তৃণমূল কংগ্রেস এর সদস্য সমর্থকদের জন্য ডাল ভাত সবজি ডিমের ঝোল এর ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। প্রত্যেকের জন্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মাস্ক স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দেখাশোনা করছেন নেতা নেত্রীরা। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও এসে দেখে গেলেন সমস্ত ব্যবস্থা ঠিক আছে কিনা। তিনি জানান, প্রচুর মানুষ শহরে এসেছে। এবার সমস্ত রেকর্ড ভেঙে যাবে।

TMC Minister Firhad Hakim's Reaction Shahid Diwas 2022

Advertisement
POST A COMMENT