Advertisement

Sandeshkhali: TMC নেতা অজিত মাইতি ভিডিও কলে বলছেন, ' আমি সন্দেশখালি কোনওদিনই যাইনি'!

নাম বিভ্রান্তি। দুজনের নামই এক। খালি তফাৎ বলতে দুজনের ভৌগলিক অবস্থানের। একজন পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা। সেখানকার তৃণমূল বিধায়কও বটে। আরেকজন উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির তৃণমূলের অঞ্চল সভাপতি। অবশ্য দল এখন নাকি তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন বিভ্রান্তি ঘটল সন্দেশখালি কাণ্ডের পর। জানা গিয়েছে রবিবার, ২৫ ফেব্রুয়ারি গ্রামের মহিলাদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেওয়ার সন্দেশখালির তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে সোমবার ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। সন্দেশখালির এই তৃণমূলের অঞ্চল সভাপতির ছবির বদলে নাকি পিংলার বিধায়ক অজিত মাইতির ছবি বসিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েক জায়গায়।

TMC MLA Ajit Maity video call on Sandeshkhali

Advertisement