scorecardresearch
 
Advertisement

Madan Mitra's Campaign Ahead of KMC Poll: পালকি কাঁধে 'খেলা হবে' স্লোগানে প্রচার মদনের

Madan Mitra's Campaign Ahead of KMC Poll: পালকি কাঁধে 'খেলা হবে' স্লোগানে প্রচার মদনের

কলকাতা পৌরসভার সামনে মদন মিত্রের অভিনব প্রচার। পুরভোটের প্রচারের শেষ বেলায় পালকি কাঁধে প্রচারের ঝড় তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন কলকাতা পুরসাভার সামনে কাঁধে পালকি ও হাতে ফুটবল নিয়ে খেলা হবে স্লোগান দিয়েই প্রচার সারলেন মদন মিত্র। এদিন ১৪৪ জন তৃণমূল প্রার্থীদের সমর্থনেই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন তিনি। পাশাপাশি এখানেই এদিন নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া তার নতুন গানের এলবামেরও উদ্বোধন করেন তিনি।

TMC MLA Madan Mitra's Campaign Ahead of KMC Poll 2021

Advertisement