ভোট পরবর্তী হিংসা মামলায় সল্টলেকের CGO কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে আসেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই দফতরে এলেন পরেশ পাল। বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর, ২ মে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অভিজিৎ সরকারের পরিবার আদালতে সিবিআই তদন্তের আবেদন করেন। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।
Tmc MLA Paresh Pal arrives at CBI office at CGO complex in post-poll violence case