Advertisement

Paresh Pal: অভিজিৎ সরকার খুনের মামলার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব CBI-এর

বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে বুধবার সিবিআই দফতরে হাজিরার জন্য তলব করা হয়েছে। অভিজিৎ সরকার খুনের মামলার তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে। সকাল ১০ টা ২০ নাগাদ সিবিআই দফতরে পৌঁছান বিধায়ক পরেশ পাল। তাঁর পৌঁছানোর আগে অভিজিৎ-এর দাদা বিশ্বজিৎ সরকার পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তিনি বলেন সিবিআই তাঁকে না ডাকলেও তিনি নিজে থেকেই সিবিআই দফতরে এসেছেন

paresh paul reaches cbi office

Advertisement