Advertisement

Madan Mitra on Soham: 'সোহম ক্ষমা চেয়েছে...আমার কথা ভুল বোঝা হয়েছে', বললেন মদন

সোহমের চড় কাণ্ড নিয়ে মদন মিত্র বলেন, 'সোহম ক্ষমা চেয়েছে, আমি মনে করি ভুল করা মানুষের ধর্ম, ভুলটা স্বীকার করে নেওয়াটা অনেক বড় কাজ। তারপর যা আইন আদালত আছে। সোহমের হয়ে তো দল বলেনি। আমিও বলিনি, আমার কথা ভুল বোঝা হয়েছে। আমি শুধু বলেছিলাম সোহম ভাল ছেলে। সোহম এধরণের নয়, কেন যে এমন কাজ করল ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি।

Advertisement
POST A COMMENT