Advertisement

Mahua Moitra: ঘুষ খেয়েছেন মহুয়া? মুখে কুলুপ TMC-রদল কি পাশে নেই?

মহাসংকটে পড়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন না তিনি।বিপদের দিনে পাশে রইল না দল। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁর পাশে দাঁড়িয়েছেন। মূল বিষয়টি কোন দিকে যেতে পারে তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতুহল রয়েছে। মহুয়া মৈত্র নিজেও এখন সময় নিচ্ছেন। কি উত্তর তিনি দেবেন সেই নিয়ে রণকৌশল নিজেই তৈরি করছেন। তবে এখনও পর্যন্ত দল নিরব। যদিও সূত্রের খবর দলের হাই কম্যান্ড গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মহুয়া মৈত্রের ওপরে। সূত্রের খবর দলের এক মুখপত্রকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি গোটা বিষয়টি এড়িয়ে গেছেন। সাফ জানিয়েছেন যে- এই নিয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেবে না।

TMC on Mahua Moitra Controversy

Advertisement