Advertisement

শিঙাড়া-জিলিপি খেলেন, খাওয়ালেন শশী, ব্যাপারটা কী? দেখুন ভিডিও

প্রধানমন্ত্রীর সভার আগে সাংবাদিক বৈঠক করছেন তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা। টেবিলে রাখা শিঙাড়া-জিলিপি। প্রতীকী প্রতিবাদ হিসেবেই শিঙাড়া-জিলিপি রেখেছেন বলে দাবি করলেন শশী। তাঁর কথায়,'এট়া প্রতিবাদ। আমরা সকলে মিলে খাব। ডায়াবেটিস থাকলে জিলিপি খাবেন না। ওরা শুধু ভোট নেবে, তাই নয় জীবনটাই কব্জা করতে চাইছে। তাই প্রতিবাদ হিসেবে শিঙাড়া-জিলিপি খাওয়াচ্ছি। তাই বলে আপনি নির্দেশ দিতে পারেন'।

Advertisement
POST A COMMENT