Advertisement

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কলকাতায় তৃণমূলের বিক্ষোভ- VIDEO

১৪ দিনে ২ দফায় ৫০ টাকা করে সিলিন্ডারের (LPG Cylinder) মূল্যবৃদ্ধি (Price Hike), এরই প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের (TMC)। যদিও প্রতিবাদ বিক্ষোভে ব্যবহার করা হয়নি দলের পতাকা। বিধাননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্তের আহ্বানে বুধবার ই এম বাইপাসে (E M Bypass) এই বিক্ষোভ দেখান হয়। এদিন কয়লার উনুন নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা।

Advertisement