সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূলকে বিঁধতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাল্টা সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর পুরনো নারদ ভিডিও দেখাল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'বিজেপি দুর্নীতির অভিযোগ এনে যাঁদের গ্রেফতারির দাবি করেছিল, তাঁদের কোলে করে দলে নিয়েছে। অনেকে গ্রেফতারির ভয়ে দল বদল করেছে। এদের আগে দল থেকে বহিষ্কার করে দেখান'।