বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ভোটার ধরতে জেলায় জেলায় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাদ গিয়েছে বীরভূম। তবে তার কারণও জানিয়েছেন দলনেত্রী। মমতা বলেন, ওখানে যেহেতু দল চালানোর জন্য কোর কমিটি রয়েছে, তারাই এই কাজটা করবে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি বীরভূমকে রাখিনি কারণ ওখানে কোর কমিটি আছে। ওরা ওটা চালাক। কোর কমিটিতে যারা আছে তারা নিজেদের মতো করে সবাইকে নিয়ে করবে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও নিতে হবে। আশিসদা (আশিস বন্দ্যোপাধ্যায়) আর শতাব্দীকেও (শতাব্দী রায়) মাঝে মাঝে ডেকে নেবে। কাজটা সবাই মিলেই করবে।