Advertisement

Abhishek Banerjee: 'ছাব্বিশে একা লড়বে...', মমতার কথাতেই যেভাবে সুর মেলালেন অভিষেক

দলের রাশ তাঁর হাতেই রয়েছে বলে সম্প্রতি স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যাkL। এই প্রেক্ষিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল একলা লড়বে কি না, এই প্রশ্নের জবাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলনেত্রীর সুরেই সুর মেলালেন। বললেন, 'দিদি তো বলেই দিয়েছে ছাব্বিশে একা লড়বে।' সম্প্রতি বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানিয়েছেন, ছাব্বিশে একাই লড়বে তৃণমূল। একলা লড়াই নিয়ে মমতার সুরে যেভাবে সুর মেলালেন অভিষেক, তা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

Advertisement
POST A COMMENT