Advertisement

Boni Koushani : বনির কৌশানিকে নতুন গাড়ি উপহার কে দিলেন? নতুন করে জল্পনা তৈরি হল

ফের খবরের শিরোনামে উঠে এলেন বনি-কৌশানি। সূত্র সেই দামি গাড়ি। তবে এবার বনি নয়, তার বান্ধবী কৌশানির গ্যারেজে স্থান পেল সেই দুধ সাদা রঙের কিয়ার নতুন গাড়ি। সেই ছবি কৌশানি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর এর পর থেকেই ধেয়ে আসতে থাকে কটাক্ষ। তৃণমূল নেত্রী কৌশানি এই দামি গাড়ি কেনার টাকা কোথা থেকে পেলেন? কার টাকায় গাড়ি কেনা হল? এটা কি আবার কারো কাটমানির টাকা? এই রকম একাধিক প্রশ্ন ধেয়ে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রী আগেভাগেই জানাচ্ছেন নতুন এই দামি গাড়ি তাকে উপহার দিয়েছেন তাঁর কাছের মানুষ। এই উপহার তাকে দিয়েছেন তাঁর বাবা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পাশাপাশি কৌশানি লিখেছেন, বাবা নতুন বেবি উপহার দিল, আর সেটা আমি প্রদর্শন করছি।

tollywood actress koushani mukherjee got special car

Advertisement