Advertisement

RG Kar Murder Case: 'রাত দখল' থেকে 'ভোর দখল', রাস্তায় প্রতিবাদের ঢেউ, দেখুন

আর জি কর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। তার আগে ফের রাত দখল। সোমবার ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এক মাস আগের এমনই এক ৯ তারিখ আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। মা-বাবার কোল খালি করে চলে গিয়েছে একমাত্র মেয়ে। আদরের মেয়েকে হারিয়ে হাহাকার পরিবারে। চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস পূর্তিতে আবার 'রাত দখল'। গান-কবিতা-রং তুলিতে রাজ্য়জুড়ে 'জাস্টিস ফর আর জি কর'। শহরের রাস্তাই হয়ে উঠল ক্য়ানভাস।

Advertisement
POST A COMMENT