Advertisement

Abhishek Banerjee News: অভিষেক সন্দেশখালি গেলেন না ভোট চাইতে বসিরহাটে যাচ্ছেন! কিন্তু কেন?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সন্দেশখালি নিয়ে উতপ্ত গোটা রাজ্য। আর এই সন্দেশখালির মানুষজন বারে বারে দাবি জানিয়ে এসেছে যে একবার তাঁদের সঙ্গে দেখা করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাঁদের সেই ডাকে একেবারেই সারা দেননি মুখ্যমন্ত্রী। বরং সেই জায়গায় তিনি রাজ্যের দুই মন্ত্রীকে পাঠিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসার জন্য। সেই জায়গায় তাঁকে অন্য জায়গায় বিভিন্ন প্রশাসনিক সভাতে দেখা গিয়েছে। আর শোনা যাচ্ছিল যে তিনি হয়তো বসিরহাটে যেতে পারেন। কিন্তু সেই জল্পনা ভেস্তে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সেখানে যাচ্ছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর অনুযায়ী আগামী 20 তারিখ সেখানে যেতে পারেন অভিষেক। বিরোধী বলেছেন যে সামনেই ভোট রয়েছে। তাই সেখানকার মানুষের ভোট চাইতে যাচ্ছে শাসকদল।

Trinamool MP Abhishek Banerjee's all-out attack on BJP over Uniform Civil Code

Advertisement