scorecardresearch
 

Bus Accident: হাওড়া ব্রিজে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

Bus Accident: হাওড়া ব্রিজে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

অফিস টাইমে দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংর্ঘষে কম করে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের ৬ নম্বর পিলারের কাছে বকুলতলা থেকে ধর্মতলাগামী একটি ৫৯ নম্বর রুটের বাসের সঙ্গে শিয়ালদহ থেকে হাওড়ামুখী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এই সংর্ঘষের জেরে দু’টি বাসের অন্তত ২০ জন যাত্রী জখম হন। পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশির ভাগ আহতদের হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। আহদের মধ্যে অনেকেরই হাত ভেঙে গিয়েছে। মাথা ফেটে গিয়েছে। পুলিশ জানিয়েছে, আহতরা অধিকাংশই অফিসযাত্রী। আহতদের মধ্যে পুরুষ মহিলা সকলেই আছেন। হাসপাতাস সূত্রে খবর দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের চোট বেশি হওয়ায় তাঁদের হাওড়া জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।

Two buses collided head on at Howrah Bridge 20 injured